ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘মিস ওয়ার্ল্ড বিচারকদের অন্ধকারে রাখা হয়েছিলো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
‘মিস ওয়ার্ল্ড বিচারকদের অন্ধকারে রাখা হয়েছিলো’ ছবি: বাংলানিউজ

“মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর বিচারকদের অন্ধকারে রাখা হয়েছিলো” বলে মন্তব্য করেছেন একজন বিচারক। ৩০ সেপ্টেম্বর বিকেলে বাংলানিউজের সঙ্গে আলাপে তিনি বলেন, ‘এটি খুবই অন্যায় কাজ হয়েছে। বড় একটি প্ল্যাটফর্মের প্রতিভা বাছাইয়ে এমন অনিয়ম মেনে নেওয়া যায় না।’

জানা যায়, জান্নাতুল নাঈম এভ্রিল নামের যে প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে, তিনি ওই বিচারকের পছন্দের তালিকায় ছিলেন না। অন্য বিচারকদের ব্যাপারেও তেমনটি ঘটতে পারে বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমার নম্বর পত্রটি পর্যন্ত দেখেননি আয়োজকেরা।

এক কথায় বিচারক হিসেবে অন্ধকারেই ছিলাম আমি। আমার জীবনে এমন অভিজ্ঞতা আর হয়নি। একই অভিজ্ঞতা অন্যদের বেলায়ও। এক কথায় আমরা বিস্মিত হয়েছি। ’

ওই বিচারক নাম প্রকাশ না করার শর্তে আরও জানান, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠান শেষ করে ‘ব্যথিত হৃদয়ে’ বিচারকরা বাসায় চলে আসেন। রাতারাতি বিতর্ক শুরু হলে  আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরদিন (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে যোগাযোগ করা হয় বিচারকদের সঙ্গে। তারা বিষয়টির জন্য দুঃখপ্রকাশ করছেন। পাশাপাশি এও বলছেন যে, দু’দিনের মধ্যে এর একটি সমাধান তারা বের করবেন।  

প্রথম ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় অনিয়মের বিষয়টি নিয়ে সমালেচনা চলছে চারদিকে। আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে ভুল নাম ঘোষণার জন্য এরই মধ্যে বিবৃতি দিয়ে দুঃখপ্রকাশ করা হয়েছে।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অংশ নেন ১০জন প্রতিযোগী। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের বিচারক ছিলেন শম্পা রেজা, বিবি রাসেল, জুয়েল আইচ, চঞ্চল মাহমুদ, রুবাবা দৌলা ও সোনিয়া বশির কবির। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভারতীয় শিল্পী শিনা চৌহান।  

বিভিন্ন সূত্র বলছে, বিচারকদের রায়ে জেসিয়া ইসলামকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হয়। কিন্তু প্রথমে জান্নাতুল সুমাইয়া হিমির নাম ঘোষণা করা হয় বিজয়ী হিসেবে। এর পরপরই সবাইকে হতবাক করে দিয়ে আসে বিতর্কিত সেই ঘোষণা ও এভ্রিলের নাম।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।