ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রোহিঙ্গাদের নিয়ে কথা বলে মুকুট হারালেন ‘মিস মিয়ানমার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৯ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
রোহিঙ্গাদের নিয়ে কথা বলে মুকুট হারালেন ‘মিস মিয়ানমার’ ‘মিস মিয়ানমার’ সোয়ে ইয়েন সি (ছবি: সংগৃহীত)

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় চলছে মিডিয়ায়। তথ্য গোপন করায় মুকুট হারাতে হয়েছে জান্নাতুল নাঈম এভ্রিলকে। এরই মধ্যে রোহিঙ্গাদের নিয়ে একটি ভিডিও শেয়ার করায় মুকুট হারাতে হলো ‘মিস মিয়ানমার’কে।

গত ২৪ সেপ্টেম্বর ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন ‘মিস মিয়ানমার’ সোয়ে ইয়েন সি। যেখানে রাখাইনে চলমান রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে আরসাকে দায়ী করে এবং নিজ দেশ মিয়ানমারের সরকার ও সেনা বাহিনীর প্রশংসা করেন তিনি।

আর এ কারণেই মুকুট এবং খেতাব হারালেন ‘মিস মিয়ানমার’।

এ কারণে রোববার মিস ইউনিভার্স কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ইয়েনকে দেওয়া মুকুট, উত্তরীয়, পুরস্কারের অর্থ এবং ট্রফি সবকিছুই ফেরত দিতে হবে। কারণ, সে যা করেছে সেটি ঐ প্রতিষ্ঠানের নীতিমালার বাইরে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।