ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানালেন আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৭
রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানালেন আমির আমির খান (ছবি: সংগৃহীত)

‘সিক্রেট সুপারস্টার’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন আমির খান। এ কারণে এখন দেশ-বিদেশ ঘুরে বেড়াতে হচ্ছে তাকে। বুধবার (৪ অক্টোবর) ছবিটির প্রচারণার জন্য তুরস্কে গিয়েছেন বলিউডের এই সুপারস্টার। আর সেখানেই তাকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন তুরস্ক সরকার।

তুরস্কের ইস্তাম্বুলে একটি সংবাদ সম্মেলনে সম্প্রতি ঘটে যাওয়া রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেন মিস্টার পারফেকশনিস্ট। যেখানে মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর বর্বর নির্যাতনের শিকার রোহিঙ্গা মুসলিমদের প্রতি সহানুভূতি জানানোর পাশাপাশি অত্যাচার-নিপীড়ন বন্ধের আহ্বান জানিয়েছেন ‘পিকে’খ্যাত এই তারকা।

এ প্রসঙ্গে তার ভাষ্য, বছরজুড়ে পৃথিবীর কোথাও না কোথাও এমন বর্বরতা চলছে। এখন মিয়ানমারে রোহিঙ্গাদের সঙ্গে যা হচ্ছে তা অন্যায়। এমনটা কখনও, কারও ক্ষেত্রেই হওয়া উচিত নয়।

মিস্টার পারফেকশনিস্ট আরও বলেন, ‘আমি আশা ও প্রার্থনা করি, এ অবস্থা থেকে তারা শিগগিরই (রোহিঙ্গারা) পরিত্রাণ পাক। ’

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৭
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।