ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তারকাদের হাত ধরে বাংলাদেশে আইফ্লিক্স

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৭
তারকাদের হাত ধরে বাংলাদেশে আইফ্লিক্স নুসরাত ফারিয়া, মেহজাবিন, তাহসান, মিথিলা ও মিম (ছবি: বাংলানিউজ)

একঝাঁক শোবিজ তারকার উপস্থিতিতে বাংলাদেশে যাত্রা শুরু করতে যাচ্ছে আইফ্লিক্স। আইফ্লিক্স বিশ্বের অন্যতম শীর্ষ সাবসক্রিপশন ভিডিও অন ডিমান্ড (এসভিওডি) সার্ভিস। এর মাধ্যমে গ্রাহকরা টিভি শো, চলচ্চিত্র ও অন্যান্য কনটেন্ট উপভোগ করতে পারবেন। আজিয়াটা বাংলাদেশ তথা রবির মাধ্যমে বাংলাদেশে চালু হচ্ছে এই বিনোদন সেবা।

প্রাথমিকভাবে এ সেবাটি মালয়েশিয়ার সেলকম ও শ্রীলঙ্কার ডায়লগ-এর গ্রাহকরা উপভোগ করছেন। এ দুটি দেশে সাফল্যের প্রেক্ষিতে ইন্দোনেশিয়ার এক্সএল, ক্যাম্বোডিয়ার স্মার্ট, নেপালের এনসেলে ও বাংলাদেশের রবিতে চালু হচ্ছে আইফ্লিক্স।

মোবাইল ফোনের পাশাপাশি ল্যাপটপ, ট্যাবলেট বা টিভিতেও স্ট্রিম করা যাবে এটি।  

বাংলাদেশে আইফ্লিক্সের যাত্রা উপলক্ষে রোববার (৫ নভেম্বর) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে রবি। এদিন দুপুর ১২টায় রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শোবিজ অঙ্গনের তারকারা। অতিথিদের মধ্যে থাকবেন আলী যাকের, সারা যাকের, মোস্তফা সরয়ার ফারুকী, অমিতাভ রেজা, নুসরাত ইমরোজ তিশা, তাহসান, মিথিলা, মেহজাবিন, নুসরাত ফারিয়া, মম, মিম, নিলয়, শখ, ইরেশ যাকের, জন, রেদওয়ান রনি, সাবিলা নূর, অর্চিতা স্পর্শিয়া, তৌসিফ, সিয়াম, সালমান মুক্তাদির প্রমুখ। তারকাদের পাশাপাশি এতে আরও উপস্থিত থাকবেন রবির কর্মকর্তারা।  

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৭
এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।