ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আমার লাইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না

নেত্রকোনা: ভাগ্যের নির্মম পরিহাস সঙ্গীতের সুরে নিজের জন্য যে কবর খুঁড়তে নিষেধ করেছিলেন আজ সেই কবরই হবে তার চির ঠিকানা! তিনি আর জাগবেন না। নিজেকে জিন্দা লাশ আর পিরিতের অনলে পুড়া দাবি করে কবর খুঁড়তে নিষেধও করবেন না কখনো।

‘শুয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছ না কি?’ আজ তিনি নিজেই চিরনিদ্রায় চলে গেলেন। আর ডাকবে না শুয়া চান পাখি।

প্রিয় শিল্পীর প্রিয় গানগুলো নিয়ে নানারকম বিশ্লেষণধর্মী কথাবার্তা চলছে বারী ভক্ত অনুরাগীদের মধ্য।

জনপ্রিয় শিল্পী বারী সিদ্দিকীর মৃত্যুর সংবাদে গোটা নেত্রকোনাবাসী আজ শোকাতুর হয়ে পড়েছেন। ভাবতেই পারছেন না তারা বারী সিদ্দিকী সবার মাঝ থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছেন। আর শিল্পীর সংগীত ভক্তদের ডুবিয়ে গেলেন বেদনার অতল গহ্বরে।

** বিকেলে বাউল বাড়িতে বারী সিদ্দিকীর দাফন
** বারী সিদ্দিকীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
** ঢাবি প্রাঙ্গণে বারী সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ২৪ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।