ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ইউটিউবে রুম্পা রউফের প্রথম গান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
ইউটিউবে রুম্পা রউফের প্রথম গান মিউজিক ভিডিওতে রুম্পা রউফ (ছবি সংগৃহীত)

‘এক খোদা শত নাম, বিশ্বাসে শক্তি, তর্কে বহুদূর, সাধনায় মুক্তি...’ তরুণ কণ্ঠশিল্পী রুম্পা রউফের গান।

গানটি প্রাথমিকভাবে ইউটিউবে প্রকাশ পেয়েছে। মীর মাসুমের কম্পোজিশনে এর মিউজিক ভিডিও পরিচালনা করেছেন ইমেল হক।

 

পেশায় এয়ারহোস্টেস রুম্পা ছোটবেলা থেকে সংগীত চর্চা করছেন। তবে এটিই তার মৌলিক গান।  

তার ভাষ্য, প্রতিযোগিতা নয় বরং শ্রোতার চাহিদার বিষয়ে ভালোভাবে জানতেই এই গানের মধ্যদিয়ে আত্মপ্রকাশ। শ্রোতা গ্রহণযোগ্যতা আগামীতে তাকে অ্যালবাম বের করতে উৎসাহ দেবে।

তিনি বলেন, শখ থেকেই গান গাওয়া। নিজের এবং মনের ভালা লাগার তাগিদেই এটি নিয়ে থাকতে চাই। আমার মাও গান করেন। তার কাছেই হাতেখড়ি। রবীন্দ্র ও ক্লাসিক্যাল সংগীতও গেয়ে থাকি আমি।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।