ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরিচালক মামুনের ৫৬ জনের দলে ২৬ ‘আদম’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
পরিচালক মামুনের ৫৬ জনের দলে ২৬ ‘আদম’ মালয়েশিয়ায় ‘বাংলাদেশি নাইটস’ অনুষ্ঠানের পোস্টারের একাংশ।

আদম পাচারের অভিযোগে মালয়েশিয়ায় আটক হওয়া বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনের ৫৬ সদস্যের সাংস্কৃতিক দলে ২৬ জনই ছিলেন ‘আদম’। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেলে পাঠানো হয়েছে। তবে দলের অন্য শিল্পীরা নিরাপদ আছেন।

 ‘বাংলাদেশি নাইটস’ নামক এক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে গত শুক্রবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়া যান তারা। ওই দলে গায়ক, গায়িকা, অভিনেতা, নায়িকা ও নৃত্যশিল্পী ছিলেন।

 

মালয়েশিয়ায় আটক পরিচালক অনন্য মামুন!

অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, এইচ এম রানা, ইউছুফ ও ব্যান্ডদল চিরকুট। গানের সাথে নাচ পরিবেশন করেন চিত্রনায়ক ইমন,  আমান ও নিরব এবং চিত্রনায়িকা শখ, আইরিন, ভাবনা ও মিষ্টি। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস।

কিন্তু মালয়েশিয়ার স্পেশাল ফোর্স অনন্য মামুনসহ আদমদের ধরে ফেলে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
জেআইএম/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।