ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কানে এবার বিচারকদের প্রধান কেট ব্ল্যানচেট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
কানে এবার বিচারকদের প্রধান কেট ব্ল্যানচেট কেট ব্ল্যানচেট

অস্ট্রেলীয় চলচ্চিত্র তারকা কেট ব্ল্যানচেট এবারের কান চলচ্চিত্র উৎসবে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এমনটাই ঘোষণা দিয়েছেন আয়োজকরা।

দক্ষিণ ফরাসি উপকূলে আগামী ৮ মে শুরু হবে ৭১তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ১৯ মে পর্যন্ত।

এই আসরে ব্ল্যানচেটের নেতৃত্বে কারা বিচারক হিসেবে কাজ করবেন সেই তালিকা জানানো হবে পরে।

শেখর কাপুরের ‘এলিজাবেথ’ (১৯৯৮) ছবিতে রানী প্রথম এলিজাবেথ চরিত্রে অভিনয় করে আন্তর্জাতিক খ্যাতি পান ব্ল্যানচেট। ৪৮ বছর বয়সীর এই অভিনেত্রীর ঝুলিতে আছে তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার।

৭০তম কান উৎসবে প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান ছিলেন স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার। এ আয়োজনে স্বর্ণপাম জেতে সুইডিশ ছবি ‘দ্য স্কয়ার’।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।