ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঢাকায় জিৎ, ছাড়পত্রের অপেক্ষায় ‘ইন্সপেক্টর নটি কে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ঢাকায় জিৎ, ছাড়পত্রের অপেক্ষায় ‘ইন্সপেক্টর নটি কে’ বাংলাদেশে মুক্তির অপেক্ষায় ‘ইন্সপেক্টর নটি কে’

‘বাদশা’ ও ‘বস ২’ ছবিতে বাজিমাতের পর নুসরাত ফারিয়া ও কলকাতার জিৎ জুটির নতুন ‘ইন্সপেক্টর নটি কে’ এরই মধ্যে কলকাতায় মুক্তি পেয়েছে। তবে আগের দু’টি ছবি যৌথ প্রযোজনায় মুক্তি পেলেও ‘ইন্সপেক্টর নটি কে’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে কলকাতার ছবি হিসেবে।

বুধবার (২৪ জানুয়ারি) ‘ইন্সপেক্টর নটি কে’ ছবির প্রচারণায় ঢাকায় এসেছেন কলকাতার অভিনেতা জিৎ। সাফটা চুক্তির আওতায় ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে।

শোনা যাচ্ছে আগামী শুক্রবার (২৬ জানুয়ারি) বাংলাদেশে ‘ইন্সপেক্টর নটি কে’ মুক্তি পেতে পারে।  

মুক্তির মাত্র একদিন বাকি থাকলেও ছবিটি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। এতে করে শুক্রবার ছবিটির মুক্তি পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  

এ নিয়ে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, ‘ইন্সপেক্টর নটি কে’ এখনও সেন্সরে প্রদর্শিত হয়নি। সুতরাং ছাড়পত্রও দেয়া হয়নি। বৃহস্পতিবার বিকেলে ছবিটির সেন্সর শো হবার সম্ভাবনা রয়েছে। ছবিটিতে আপত্তিকর কোনো বিষয় না থাকলে সেন্সর বোর্ডের চেয়ারম্যান কালই ছবিটিকে ছাড়পত্র দিতে পারবেন।

সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন, ছবিটি এখনো আমরা দেখিনি এবং ছাড়পত্রও দেওয়া হয়নি।

যদি বৃহস্পতিবার ‘ইন্সপেক্টর নটি কে’ সেন্সর ছাড়পত্র পায় তাহলে শুক্রবার ছবিটি মুক্তি পেতে বাধা থাকবে না। ছবিটি দেখে সেন্সর বোর্ড কোনো বিষয় আপত্তি করলে মুক্তি পেছাতে পারে।  

এদিকে ছবিটির প্রচারণার অংশ হিসেবে রাজধানীর ঢাকা ক্লাবে প্রেস কনফারেন্সের আয়োজন করেছে বাংলাদেশে ছবিটির আমদানিকারক জাজ মাল্টিমিডিয়া। ছবিটিতে জিৎয়ের নায়িকা বাংলাদেশের নুসরাত ফারিয়া। জিৎ-ফারিয়া জুটির তৃতীয় ছবিটি ১৯ জানুয়ারি কলকাতায় মুক্তি পেয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জেআইএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।