ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যুগলবন্দি ইরেশ-মিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
যুগলবন্দি ইরেশ-মিম হাস্যোজ্জ্বল নয়া দম্পতি ইরেশ-মিম

নতুন বন্ধন গড়ে জীবনযাত্রা শুরু করলেন ইরেশ যাকের ও মিম রশিদ। রোববার (৪ ফেব্রুয়ারি) রাতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা।

দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে রাজধানীর গুলশানের একটি পার্টি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন তারা। হাস্যোজ্জ্বল নয়া দম্পতি ইরেশ-মিমনবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়েতে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর।

তবে ইরেশ-মিমের ঘনিষ্ঠজনরা ছাড়া শোবিজ অঙ্গনের তেমন কাউকে বিয়েতে দেখা যায়নি।

ইরেশ যাকের বাংলানিউজকে জানান, সবকিছু তাড়াহুড়োর মধ্যে হয়ে গেলো। তাই কাছের স্বজন ও বন্ধুদের ছাড়া কাউকে বলার সুযোগ পাইনি। নতুন জীবনে প্রবেশ করলাম। এখন সবার কাছে আমাদের দু’জনের জন্য দোয়া চাইছি।

স্বজনদের সঙ্গে হাস্যোজ্জ্বল নয়া দম্পতি ইরেশ-মিম
এর আগে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইরেশের বনানীর বসায় হলুদের অনুষ্ঠান হয়। আগামী মার্চে নেপালের কাঠমান্ডুতে ইরেশ-মিমের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে। সেখানেও তাদের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন ও বন্ধুরা আমন্ত্রণ পাবেন।  

ইরেশ জানান, মিমের সঙ্গে তার প্রায় ১১ বছরের বন্ধুত্ব। দু’জনের মধ্যে খুব ভালো বোঝাপড়া। বেশ কয়েক মাস ধরে তাদের বন্ধুত্বের সম্পর্কটি ভালোবাসায় রূপ নেয়। তাই আর দেরি না করে দুই পরিবারের সম্মতিতে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।  সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ স্বজনদের সঙ্গে নয়া দম্পতি ইরেশ-মিম২৭ জানুয়ারি ইরেশ-মিমের আংটি বদল হয়। নন্দিত তারকা দম্পতি আলী যাকের ও সারা যাকেরের ছেলে ইরেশ। আর মিম অভিনেত্রী ও সঙ্গীতশিল্পী মিথিলার ছোট বোন। বিয়েতে মিথিলাও উপস্থিত ছিলেন। মিম বর্তমানে নির্মাতা পপকর্ণ এন্টারটেইনমেন্টে এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে কাজ করছেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮
জেএইএম/এইচএ/

** সন্ধ্যায় ইরেশ-মিমের হলুদ, রোববার বিয়ে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।