ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চীনে ১০০ কোটি আয় করলো ‘বজরঙ্গি ভাইজান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৮
চীনে ১০০ কোটি আয় করলো ‘বজরঙ্গি ভাইজান’ ‘বজরঙ্গি ভাইজান’ ছবির দৃশ্যে সালমান খান ও হারশালি মালহোত্রা

ভারতে মুক্তির দুই বছর পর গত ০২ মার্চ চীনে মুক্তি দেওয়া হয়েছে সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। মুক্তির প্রথম সপ্তাহেই ছবিটি আয় করে ফেললো ১০০ কোটি রুপি। এমনটাই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম বলিউড হাঙ্গামা।

চীনের চলচ্চিত্র কোম্পানি ই স্টারস ফিল্মস লিমিটেডের সহযোগিতায় ইরোস ইন্টারন্যাশনাল চীনের আট হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি দেয় ছবিটি।

‘বজরঙ্গি ভাইজান’ ছবিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খান, হারশালি মালহোত্রা ও নওয়াজুদ্দিন সিদ্দিকী।

এর গল্প গড়ে উঠেছে বাকপ্রতিবন্ধী এক পাকিস্তানি মেয়েকে নিয়ে, যে কিনা দুর্ঘটনাক্রমে ভারতে চলে আসে। একপর্যায়ে মেয়েটিকে সালমান উদ্ধার করে তার দেশে পাঠানোর জন্য উপায় খুঁজতে থাকেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।