ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দু’দিন পর কারাগার থেকে মুক্ত হলেন সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৮
দু’দিন পর কারাগার থেকে মুক্ত হলেন সালমান কারাগারের ফটকের সামনে দেহরক্ষী শেরার সঙ্গে সালমান খান

অবশেষে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হলেন বলিউড তারকা সালমান খান। শনিবার (৭ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে তাকে যোধপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। 

কড়া পুলিশি নিরাপত্তায় কারাগার থেকে ‘ভাইজান’ সরাসরি যোধপুর বিমানবন্দরে পৌঁছান। সালমানের সঙ্গে রয়েছেন তার বোন আলভিরা ও অর্পিতা খান শর্মা।

এছাড়াও রয়েছেন তিনজন আইনজীবীসহ ৭ দেহরক্ষী। আজই সবাই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন।

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহস্পতিবার (৫ এপ্রিল) সালমানকে পাঁচ বছরের সাজা দিয়েছেন আদালত। এর পরিপ্রেক্ষিতে ‘টাইগার’কে যোধপুর কেন্দ্রীয় কারাগারে দুই রাত কাটাতে হয়।  

সালমানের সাজার রায়ের পর বৃহস্পতিবারই জামিনের আবেদন করে তার আইনজীবী। শনিবার সকালে রাজস্থান রাজ্যের যোধপুরের বিচারিক আদালতে ৫২ বছর বয়সী এই অভিনেতার জামিন আবেদনের শুনানি হয়। এরপর এদিন বিকেল ৩টায় বিচারক রবীন্দ্র কুমার যোশী জামিন আবেদন মঞ্জুর করেন।

তবে উচ্চ আদালতের অনুমতি ব্যতীত সালমানের ভারত থেকে অন্য দেশে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ৭ মে।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৮
জেআইএম

 

** জামিন পেলেন সালমান খান
** সালমানের জামিনের শুনানির আগে বিচারক বদলি
** কি হবে সালমানের দেহরক্ষী শেরার?
** সালমানের সঙ্গে দেখা করতে যোধপুরে প্রীতি!
** জেলে চিন্তা ছিল বাথরুম আর ময়লার ঝুড়ি: সালমান
** সালমানের জন্য জেলে যেতে চায় জোড়া বোন
** জামিন মেলেনি সালমানের, শুনানি শনিবার
** কারাগারে সালমানের প্রথম রাত
** যোধপুর কেন্দ্রীয় কারাগারে সালমান
** ৫০০ কোটি রুপির ক্ষতির কারণ হতে পারেন সালমান!
** ৫ বছরের সাজা, জেলে যাচ্ছেন সালমান
** হরিণ শিকার মামলায় দোষী সালমান, বাকিরা বেকসুর খালাস
** সালমানের জন্য রানীর ভালোবাসা, ক্যাটরিনার প্রার্থনা
** যোধপুর আদালতে সালমান-সাইফ-টাবু-সোনালি-নীলম
** ৬ বছর জেল হতে পারে সালমানের!

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।