ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বুধবার তাজিনের দাফন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ২২, ২০১৮
বুধবার তাজিনের দাফন তাজিন আহমেদ

হঠাৎ করে না ফেরার দেশে চলে গেলেন ছোট পর্দার অভিনেত্রী তাজিন আহমেদ। মঙ্গলবার (২২ মে) বিকেলে রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এখন চলছে তার দাফনের প্রস্তুতি ও পরিকল্পনা। অভিনয় শিল্পীসংঘের যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মিলন বাংলানিউজকে জানান, ‘উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি মসজিদে তাজিনের গোসল শেষে তার মরদেহ নিয়ে উত্তরার ১১ নম্বর সেক্টরের রিজেন্ট হাসপাতালে রাখা হয়েছে।

সেখান থেকে রাত ১০টায় কুর্মিটোলা জেনারেল হাসপাতালের হিমঘরে রাখা হবে তার মরদেহ। ’

যোগ করে তিনি আরও বলেন, ‘রাজধানীর বনানী কবরস্থানে তাজিনের বাবার কবরের উপরেই তার দাফন হতে পারে। অথবা উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করার সম্ভাবনা রয়েছে। এখনও পর্যন্ত তার অনেক আত্মীয় এসে পৌঁছাতে পারেনি। তারা এলে দাফনের স্থানটি বুধবার (২৩ মে) সকালের মধ্যে নিশ্চিত করে জানানো যাবে। ’

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ২২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।