ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্যারিস নিয়ে বাংলা গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মে ৩১, ২০১৮
প্যারিস নিয়ে বাংলা গান স্টুডিওতে ‘উই লাভ ইউ প্যারিস’ গানটির টিম

পৃথিবীর অন্যতম আকর্ষণীয় শহর প্যারিস। এই শহরে ঘর বেঁধেছেন হাজার হাজার বাংলাদেশি। তাদের অনুভূতিকে প্রাধান্য দিয়ে প্যারিস শহরকে নিয়ে তৈরি করা হয়েছে নতুন বাংলা গান।

মজার ব্যাপার হচ্ছে গানটি গীতিকার, গায়ক ও সুরকার তিনজন তিন দেশের নাগরিক। ‘উই লাভ ইউ প্যারিস’ শিরোনামের গানটি লিখেছেন বাংলাদেশের জনি হক, কণ্ঠ দিয়েছেন প্যারিস প্রবাসী তরুণ ফাহাদ বিন আজিজ।

সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আমেরিকান প্রবাসী নাভেদ পারভেজ।

খুব শিগগিরই এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করবেন ফরাসি নাগরিক আহামেদ ফরিদ। তাদের সবার জন্মই বাংলাদেশে।

গত ২৮ মে শহরটির গার দি লিস্টে প্রবাসী বাংলাদেশি সঙ্গীতশিল্পী আরিফ রানার মাল্টিডাইমেনশন স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

আহামেদ ফরিদ বলেন, হাসি-কান্না, আনন্দ-বেদনার মধ্যেও প্যারিস বাংলাদেশিদের কোথাও না কোথাও আশা ছড়িয়ে দেয়। সেই ভাবনা থেকেই গানটি করা হয়েছে।

গীতিকার জনি হক বলেন, প্যারিস শহরকে দেখলেই মনে হয় ছবির মতো। তাই গানটির প্রথম লাইনই রেখেছি ‘ছবির মতো’। প্যারিসের পথে পথে হাঁটলে প্রতিদিনই নতুন মনে হয়! এমন কিছু কথার মাধ্যমে প্যারিসের প্রতি ভালো লাগা প্রকাশ করেছি।

আগামী ঈদুল আজহার আগে ‘উই লাভ ইউ প্যারিস’ গানের পুরো মিউজিক ভিডিও মুক্তি পাবে বলে জানিয়েছেন আহামেদ ফরিদ।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ৩১, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।