ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পূর্ণিমার বিপরীতে ইমন-নিরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, জুন ১২, ২০১৮
পূর্ণিমার বিপরীতে ইমন-নিরব পূর্ণিমার সঙ্গে ইমন ও নিরব

দীর্ঘদিন ধরেই বড় পর্দার আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। তবে টিভি পর্দায় তিনি নিয়মিতই কাজ করছেন। ঈদে ‘পোট্রেট’ নামের বিশেষ একটি টেলিফিল্ম নিয়ে হাজির হচ্ছেন তিনি।

এর আগে চিত্রনায়ক ইমন ও নিরবের সঙ্গে অভিনয় করলেও এবারই তিনজন একসঙ্গে কাজ করছেন।

রুম্মান রশীদ খানের গল্পে টেলিফিল্মটি নির্মাণ করেছেন মো. মাকসুদুর রহমান বিশাল।

এর গল্পে দেখা যাবে, নিরব ও পূর্ণিমা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। সবাই তাদের আদর্শ দম্পতি হিসেবেই জানেন। এই সরলরেখা হঠাৎ বাঁকা পথে রূপ নেয়, যখন ওদের জীবনে ইমনের আগমন হয়। ইমন নিরবের স্কুলের ঘনিষ্ঠ বন্ধু। ইমনকে নিয়ে নিরব একটু বাড়াবাড়ি রকমেরই ভালোবাসা দেখায়। বিরক্ত হয় পূর্ণিমা। একসময় তাদের সহজ সরল জীবন অজান্তেই জটিল আকার ধারণ করে। ‘পোট্রেট’র একটি দৃশ্যে পূর্ণিমার সঙ্গে ইমন‘পোট্রেট’ প্রসঙ্গে পূর্ণিমা বলেন, বিশেষ দিনে ভালো পাণ্ডুলিপি পেলে কাজ করি। নাট্যকার রুম্মান রশীদ খানের বেশ কয়েকটি গল্পের মধ্য থেকে আমি নিজেই ‘পোট্রেট’-এর গল্প পছন্দ করি। কারণ এ ধরনের গল্পে এর আগে আমার কাজ করা হয়ে ওঠেনি।

এস এস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোট্রেট’ টেলিফিল্মটি ঈদের ৫ম দিন দুপুর আড়াইটায় এনটিভিতে প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ১২, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।