ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মহুয়ার নৃত্যনাট্যে গৌতম বুদ্ধের জীবনী

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
মহুয়ার নৃত্যনাট্যে গৌতম বুদ্ধের জীবনী মহুয়া মুখোপাধ্যায়। ছবি: বাংলানিউজ

ঢাকা: গৌড়ীয় নৃত্য ধারায় মহামানব গৌতম বুদ্ধের জীবন। আর তা মহাকাব্য ‘বুদ্ধচরিত’ অবলম্বনে নৃত্যনাট্যে পরিবেশন করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র চেয়ার শিল্পী মহুয়া মুখোপাধ্যায়।

সোমবার (০৯ জুলাই) সন্ধ্যায় ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) আয়োজনে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ নৃত্যনাট্য অনুষ্ঠিত হয়।

নৃত্যের আশ্রয়ে গৌতম বুদ্ধের জন্ম, বেড়ে ওঠা, তার মধ্যে মানবের মুক্তির চিন্তার উদ্ভব, শান্তির সন্ধানে গৃহত্যাগ থেকে নির্বাণ পর্যন্ত তুলে এনেছেন এ শিল্পী।

একক নৃত্যনাট্যের মধ্য দিয়ে তিনি দর্শকদের সামনে তুলে ধরেন গৌতম বুদ্ধের পুরো জীবনকাল।

নৃত্যের মাধ্যমে গৌতম বুদ্ধের জীবনী পরিবেশস করছেন শিল্পী মহুয়া মুখোপাধ্যায়।                                          ছবি: বাংলানিউজ

নৃত্যনাট্যটি সম্পর্কে মহুয়া মুখোপাধ্যায় বাংলানিউজকে বলেন, শাস্ত্রীয় সঙ্গীতের ভিত্তি হচ্ছে সাহিত্য। তাই সংস্কৃতে লেখা মাহাকাব্যকে যখন গৌড়ীয় নৃত্যে রূপান্তর করি, তখন তা যেন এক নতুন রূপে ধরা দিল।

গৌড়ীয় নৃত্য বাঙালি ঐতিহ্যগত শাস্ত্রীয় নৃত্যকলা। এই প্রাচীন বঙ্গের রাজধানী গৌড়ে এ নৃত্যকলার উৎপত্তি। বাঙালি নৃত্যশিল্পী মহুয়া মুখোপাধ্যায় এই গৌড়ীয় নৃত্যের পুনঃনির্মাণ করেছেন।

অনুষ্ঠান শেষে শিল্পীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক বিশাল জ্যোতি দাস।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এইচএমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।