ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদুল আজহার বিশেষ নাটক ‘বাংলা টিচার’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৯ ঘণ্টা, আগস্ট ৫, ২০১৮
ঈদুল আজহার বিশেষ নাটক ‘বাংলা টিচার’ ‘বাংলা টিচার’ নাটকের দৃশ্য

হিন্দি সিরিয়াল ও সিনেমার আগ্রাসনে বাংলা ভুলতে বসেছে বকুলপুরের বাসিন্দারা। তাই তাদেরকে বাংলা ভাষা শেখাতে আসেন হাসান মাস্টার। তবে তিনি কথা বলেন রাজশাহীর আঞ্চলিক ভাষায়। হাসান মাস্টারের কাছে পড়াশোনার কারণে গ্রামের মানুষরা এটাকেই শুদ্ধ বাংলা ভাষা ভাবতে শুরু করে।

তখন হাসানকে চ্যালেঞ্জ জানায় সাধু ভাষার বিশেষজ্ঞ রনি। সাধু না আঞ্চলিক, কোনটা প্রকৃত বাংলা ভাষা তা নিয়ে ধন্দে পড়ে যায় বকুলপুরের মানুষরা।

‘বাংলা টিচার’ নাটকের গল্পটি এমন। দ্বিভুজ ভাষার সঙ্গে রয়েছে ত্রিভুজ ভালোবাসার গল্প নিয়ে সাজানো হয়েছে এটি।

এ নাটকে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন প্রাণ রায়, আরফান আহমেদ ও মৌটুসী। ‘বাংলা টিচার’ লিখেছেন আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজ, পরিচালনা করেছেন রাজু খান। ঈদুল আজহায় দীপ্ত টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।