ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাকু যখন কুমিল্লায়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩১ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
কাকু যখন কুমিল্লায় 'কাকু যখন কুমিল্লায়'র একটি দৃশ্যে আফজাল হোসেনের সঙ্গে অন্য শিল্পীরা

ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ৮ পর্বের সিরিজ ‘কাকু যখন কুমিল্লায়’। নির্মাণের পাশাপাশি এবারও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেতা আফজাল হোসেন।

সিরিজটির গল্পে দেখা যাবে- কলেজ জীবনে চুপচাপ থাকা আফরিন আখতার দিনকে দিন উপস্থাপক হিসেবে অনেক জনপ্রিয়তা পাচ্ছিলেন। কিন্তু বিষয়টি কিছুতেই মেনে নিতে পারছিলেন না হাসিবুর রহমান।

তাই হিংসার বশবর্তী হয়ে শহিদুল আলমকে খুন করে আফরিন আখতারকে ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত কী হয় তা জানা যাবে 'কাকু যখন কুমিল্লায়'।

আফজাল হোসেন ছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত, তানভীর হোসেন প্রবাল প্রমুখ। ঈদুল আজহার আগের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘কাকু যখন কুমিল্লায়’ প্রচার হবে চ্যানেল আইতে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।