ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চার শিল্পীর গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চার শিল্পীর গান প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে চার শিল্পীর গান

আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। এ উপলক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে গান বেঁধেছেন বর্তমান প্রজন্মের চার শিল্পী কিশোর দাশ, পুলক অধিকারী, পুতুল ও লিজা।

‘তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে/লাল সবুজের পতাকা দোলে/তুমি জনতার মঞ্চে এসে দাঁড়ালে/হৃদয়ে বাংলাদেশ কথা বলে’, গানটির কথা লিখেছেন কবি সুজন হাজং। যাদু রিছিলের সুরে এর সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ।

সোমবার (১৭ সেপ্টেম্বর) রাতে গানটির রেকর্ডিং হয়েছে।

গানটি প্রসঙ্গে পুলক বাংলানিউজকে বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে এর আগেও অনেক গান করেছি। সে ধারাবাহিকতায় নতুন গানটিতে কণ্ঠ দেওয়া। প্রতিটি গানই প্রধানমন্ত্রীর প্রতি  শ্রদ্ধা ও ভালোবাসা থেকে করেছি।

গীতিকবি সুজন হাজং বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নেতৃত্বের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এ গানটির মাধ্যমে আমরা তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গানটি ভিডিওসহ প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।