ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশের কনসার্টে মমতাজ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
নাঙ্গলকোটে কমিউনিটি পুলিশের কনসার্টে মমতাজ লোকসম্রাজ্ঞী মমতাজ (ফাইল ফটো)

লোকসম্রাজ্ঞী মমতাজ। মাটি-মানুষ ও শেকড়ের গান গেয়ে সঙ্গীত ক্যারিয়ারের শুরু থেকে এখন অবধি নিজের জনপ্রিয়তার শীর্ষস্থানটি ধরে রেখেছেন। হয়েছেন সংসদ সদস্যও। তাই রাজনীতি আর সঙ্গীত দু’টোই সমানতালে চালিয়ে যাচ্ছেন এই ‘লোকমাতা’।

তারই ধারাবাহিকতায় পুলিশ সদস্যদের উজ্জীবিত করতে শনিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা মাতাবেন তিনি। কমিউনিটি পুলিশের আয়োজনে এই কনসার্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

আয়োজনটি প্রসঙ্গে মমতাজ বলেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এই নির্বাচনে পুলিশ বাহিনী যেনো সততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করেন, সেজন্যই মূলত কনসার্টটির আয়োজন করা। এ আয়োজনে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আয়োজক কমিটি জানিয়েছেন। ’

এদিকে জাতীয় নির্বাচনকে ঘিরে মমতাজ বর্তমানে তার নিজের এলাকায়ও (মানিকগঞ্জ-২) বেশি সময় দিচ্ছেন।

এ প্রসঙ্গে মমতাজ বলেন, ‘আমি এলাকাবাসীকে কথা দিয়েছি, নির্বাচনে জয়ী হলে আমার এলাকাকে শহুরে গ্রামে পরিণত করবো। প্রথমত, গ্যাসের ব্যবস্থা করবো, যেন শিল্প-কারখানা দ্রুত গড়ে ওঠে। আর গ্যাসের অভাবে আমার এলাকাকে এখনো শিল্পনগরী হিসেবে গড়ে তুলতে পারিনি। এছাড়া আরও বিশেষ কিছু সমস্যা আছে, এবার নির্বাচনে জয়ী হলে এ সমস্যাগুলোর দ্রুত সমাধানের প্রয়াস চালাবো। ’ 

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।