ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শাকিবের সঙ্গে অভিষেক হচ্ছে রোদেলার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৮
শাকিবের সঙ্গে অভিষেক হচ্ছে রোদেলার

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নবাগত নায়িকা রোদেলার। শামিম আহমেদ রনি’র পরিচালনায় বর্তমানে ছবিটির শুটিং চলছে। এতে শাকিব-রোদেলা ছাড়াও আছেন নুসরাত ফারিয়া। 

শাহেনশাহ’তে অভিনয় প্রসঙ্গে রোদেলা বাংলানিউজকে বলেন, ‘প্রথম ছবিতে শাকিব ভাইয়ের সঙ্গে আমার অভিষেক হয়েছে, এটা সত্যি আমার জন্য অনেক আনন্দের। ছবিটিতে আমি আমার সেরা কাজটিই করার প্রয়াস চালাচ্ছি।

ছবিটি নিয়ে ঢাকাই ছবির ‘সুপারস্টার’ শাকিব খান বলেন, ‘এ ছবিতে গল্পের প্রয়োজনেই দুই নায়িকার সঙ্গে কাজ করা হচ্ছে। প্রত্যেকেই দারুণ কাজ করছেন। আশা করি ভালো কিছু হবে। ’

প্রথম ছবির ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে বেশ উচ্ছ্বসিত রোদেলা। ভয়ও কাজ করছে বলে জানালেন। তিনি বলেন, ‘টেকনিক্যাল সমস্যা হয়েছিল সেজন্য প্রথমবার শর্ট ওকে হয়নি। তবে দ্বিতীয়বারেই ওকে হয়েছিল। ’

রোদেলা আরও বলেন, শাহেনশাহ’তে আমি ও আরেক নায়িকা থাকছেন। কাজের আগে জানানো হয়েছিল দুই নায়িকার সমান গুরুত্ব থাকবে। যে ক’দিন শুটিং করেছি মনে হয়েছে শাহেনশাহ টিম কথা রেখেছে। আমি কাজ করে সন্তুষ্ট। সময় গেলে আরও বেশি পরিণত হতে পারবো। পরিচালক, নায়ক, ক্যামেরাম্যান সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছে। ’ 

ছবিটির গল্প প্রসঙ্গে রোদেলা বলেন, ‘শাহেনশাহ’ ছবিতে আমার চরিত্রের নাম প্রিয়া। আমি নবাব পরিবারের মেয়ে। মানে অনেকটা নবাব নন্দিনী! একই এলাকায় দু’টো নবাব পরিবার বসবাস করে। একটা আমার, অন্যটি শাকিব ভাইয়ার। এ দুই পরিবারকে নিয়েই ঘটে নানা ঘটনা। ’ 

ছবিটিতে শাকিব খান, রোদেলা জান্নাত, নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন- মিশা সওদাগর, লিটন হাসমি, সাদেক বাচ্চু প্রমুখ।

উল্লেখ্য, শাপলা মিডিয়া প্রযোজনায় গত ২৩ অক্টোবর থেকে এফডিসিতে ‘শাহেনশাহ’র শুটিং শুরু হয়। প্রথম লট শেষে দ্বিতীয় লটের কাজ চলছে শাকিব খানের পূবাইলের বাড়ি জান্নাতে।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৮
ওএফবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।