ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুক্রবার প্রেক্ষাগৃহে ‘দহন’ ও ‘পাঠশালা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
শুক্রবার প্রেক্ষাগৃহে ‘দহন’ ও ‘পাঠশালা’ 'দহন' ও 'পাঠশালা'র পোস্টার

সারাদেশের প্রেক্ষাগৃহে শুক্রবার (৩০ নভেম্বর) দুইটি সিনেমা মুক্তি পেয়েছে। রায়হান রাফী পরিচালিত ‘দহন’র বিপরীতে মুক্তি পেয়েছে ফয়সাল রদ্দি ও আসিফ ইসলামের ‘পাঠশালা’।

দহন
বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘দহন’। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত সিনেমাটি মুক্তি পেয়েছে ৪৭টি প্রেক্ষাগৃহে।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, সিয়াম আহমেদ, পূজা চেরি, সুষমা সরকার, রাজ রিপা, মুনিরা মিঠু ও শিমুল খান।

ঢাকার ভেতর ‘দহন’ মুক্তি পেয়েছে:- স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা,  মধুমিতা সিনেমা, বলাকা সিনেওয়ার্ল্ড ও চিত্রামহলে।

ঢাকার বাইরে:- রানীমহল (ডেমরা), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), সেনা সিনেমা (সাভার), মণিহার সিনেমা (যশোর), নন্দিতা (সিলেট), ছায়াবাণী (ময়মনসিংহ), আলমাস (চট্টগ্রাম), সনিয়া (বগুড়া), রুপকথা (পাবনা), মর্ডান (দিনাজপুর), অভিরুচি (বরিশাল), লিবার্টি (খুলনা), রাজ (কুলিয়ারচর), মম-ইন (বগুড়া), কেয়া (টাঙ্গাইল), মধুমতি (ভৈরব), শঙ্খ (খুলনা), শাপলা (রংপুর), চন্দ্রিমা (শ্রীপুর), আলমডাঙ্গা (আলমডাঙ্গা), অনামিকা (পিরোজপুর), বাবু (কিশোরগঞ্জ), বৈশাখী (নড়িয়া), ছন্দা (কালীগঞ্জ), দিনান্ত (কেশরহাট), গ্যারিশন (দয়ারামপুর), লাইটহাউজ (পারুলিয়া), মমতাজমহল (নীলফামারী), নসীব (সাপাহার), রাজু (ঈশ্বরদী), রংধনু (নজিপুর), রুপালী (পাঁচবিবি), শাহীন (বল্লাবাজার), সখী (হোসাইনপুর), সোনালী (ঘোড়াঘাট), সনি (ইসলামপুর), উল্লাস (বীরগঞ্জ) এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তন (রাজশাহী বিশ্ববিদ্যালয়)।

পাঠশালা
দশ বছরের এক মেধাবী পথশিশু মানিকের জীবন জয়ের অদম্য গল্প নিয়ে নির্মিত হয়েছে শিশুতোষ সিনেমা ‘পাঠশালা’। রেডমার্ক প্রোডাকশন্সের প্রযোজনায় ‘পাঠশালা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শিশুশিল্পী হাবিব আরিন্দা, চুমকির চরিত্রে ইমা আক্তার কথা। অন্যান্য চরিত্রে আছেন নাজমুল হুসেইন রাজু, ফারহানা মিঠু, রুমি হুদা, গাজী ফারুক, তৌফিকুল ইমন ও আমিরুল ইসলাম বাবু প্রমুখ।

‘পাঠশালা’ শুধুমাত্র ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে মুক্তি পেয়েছে। নির্মাতা জানান, পর্যায়ক্রমে দেশের অন্য প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৮
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।