ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সোমবার দেশে আনা হচ্ছে আমজাদ হোসেনের মরদেহ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
সোমবার দেশে আনা হচ্ছে আমজাদ হোসেনের মরদেহ চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন।

সদ্য প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ সোমবার (১৭ ডিসেম্বর) দেশে আনা হচ্ছে। 

 

রোববার (১৬ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন আমজাদ হোসেনের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল।

দোদুল বাংলানিউজকে বলেন, সোমরার বাবার মরদেহ দেশের আনার চেষ্টা করছি।

ব্যাংককে রোববার হলিডে হওয়ার কারণে ফ্লাইটের বিষয়টা এখনো নিশ্চিত করতে পারছি না। তবে আশা করছি সোমরার দুপুরে সম্ভব না হলেও রাতের ফ্লাইটে বাবার মরদেহ দেশে আনা সম্ভব হবে।

প্রধানমন্ত্রীর উদ্যোগে উন্নত চিকিৎসার জন্য গুণী এই নির্মাতাকে গত ২৭ নভেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়েছিলো ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে। সেখানে তিনি প্রখ্যাত নিউরোসার্জন টিরা ট্যাংভিরিয়াপাইবুনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসারত অবস্থায় শুক্রবার (১৪ ডিসেম্বর) সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৭৬ বছর বয়সী এই চলচ্চিত্রকার।

গোলাপি এখন ট্রেনে, ভাত দে, কসাই, নয়নমণি, দুই পয়সার আলতা’, জন্ম থেকে জ্বলছি’সহ এমন আরও কিছু জনপ্রিয় সিনেমার কাহিনিকার, চিত্রনাট্যকার ও পরিচালক আমজাদ হোসেন।

গুণী এই নির্মাতা চলচ্চিত্রশিল্পে অসামান্য অবদানের স্বীকৃতস্বরুপ- জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পদকসহ একাধিক রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৮
ওএফবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।