ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

১০০ কোটির ঘরে ‘উরি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
১০০ কোটির ঘরে ‘উরি’ ‘উরি: দ্য সার্জিক্যালস্ট্রাইক'র দৃশ্যে ভিকি কৌশল

২০১৬ সালে উরিতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানে ভারতীয় সেনাবাহিনী দ্বারা পরিচালিত সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভিত্তি করে নির্মিত হয়েছেন বলিউড সিনেমা ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। নতুন বছরের শুরুতে মুক্তি পেয়েই বাজিমাত করেছে সিনেমাটি।

দর্শকদের ব্যাপক আগ্রহ ও সমালোচকদের প্রশংসায় ‘উরি’ মুক্তির মাত্র ৫ দিনেই বক্স অফিস থেকে আয় করে নেয় ৫০ কোটি রুপি। এবার ১০ দিনের মাথায় আলোচিত সিনেমাটি প্রবেশ করল ১০০ কোটি রুপির ক্লাবে।

২০১৯ সালের বলিউডে এটিই প্রথম ব্লকবাস্টার সিনেমা।

‘উরি’তে অভিনয় করেছেন ‘সঞ্জু’ সিনেমার প্রশংসিত অভিনেতা ভিকি কৌশল। এটি তার চতুর্থ সিনেমা। এতে ভিকি ছাড়াও অভিনয় করেছেন ইয়ামি গৌতম, মহিত রাইনা ও পরেশ রাওয়াল।
 
সিনেমাটি প্রসঙ্গে ভিকি বলেন, ‘উরি’ মুক্তির পর দর্শকদের যে পরিমাণ সাড়া পেয়েছি তা অপ্রতিরোধ্য। এটি একটি অদ্ভুত অনুভূতি যে দর্শকরা আমাদের সিনেমাটি খোলা হৃদয় দিয়ে গ্রহণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।