ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পরিচালক সমিতির নির্বাচনে ভোট পড়ল ৩১৯টি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
পরিচালক সমিতির নির্বাচনে ভোট পড়ল ৩১৯টি সভাপতি পদপ্রার্থী মুশফিকুর রহমান গুলজার ও বাদল খন্দকার

শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বাংলাদেশ পরিচালক সমিতির ভোট গ্রহণ। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ৯ টায় শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে ভোটগ্রহণ চলে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গনে।

এবার মোট ভোটার ৩৬২ জন।

এরমধ্যে ভোট দিয়েছেন ৩১৯ জন।  

চলচ্চিত্র নির্মাতাদের সংগঠনটির দ্বিবার্ষিক এ নির্বাচনে এবার দু’টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। মুশফিকুর রহমান গুলজার-বদিউল আলম খোকন পরিষদের বিপরীতে লড়ছে বাদল খন্দকার-বজলুর রাশেদ চৌধুরী পরিষদ।

নির্বাচনে সভাপতি, মহাসচিবসহ মূল পদ ৯টি এবং নির্বাহী পরিষদের পদ ১০টি। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৩জন প্রার্থী।

ভোট পর্ব সম্পন্ন হয়ে এখন চলছে গণনা।

বাংলাদেশ সময়:  ১৭১৬ঘণ্টা,  জানুয়ারি ২৫, ২০১৯
জেআইএম/ওএফবি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।