ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সিনেমা থেকে ধারাবাহিক ‘বেদের মেয়ে জোসনা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৯
সিনেমা থেকে ধারাবাহিক ‘বেদের মেয়ে জোসনা’ ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমা ও ধারাবাহিকের পোস্টার

১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম মুক্তি পায় ইলিয়াস কাঞ্চন ও অঞ্জু ঘোষ অভিনীত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমাটি। দেশীয় চলচ্চিত্রের ইতিহাসে ব্যবসায়িক দিক দিয়ে এখনো সিনেমাটি তালিকার শীর্ষে রয়েছে। সিনেমাটি পরিচালনা করেন তোজাম্মেল হক বকুল।

বাংলাদেশে সিনেমাটি তুমুল আলোচিত হওয়ার পর পশ্চিবঙ্গে ‘বেদের মেয়ে জোসনা’ নির্মাণ করা হয়। সেখানে নায়িকা অঞ্জু ঘোষ থাকলেও নায়ক ইলিয়াস কাঞ্চন ছিলেন না।

সেখানে অঞ্জুর বিপরীতে ছিলেন চিত্রনায়ক চিরঞ্জিৎ। পশ্চিমবঙ্গের দর্শকরা সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেছিলেন। সেখানেও সিনেমাটি আয়ের দিক দিয়ে শীর্ষস্থানে ছিলো দীর্ঘদিন। যার রেশ এখনো রয়ে গেছে।

সেই ‘বেদের মেয়ে জোসনা’ আবারও দর্শকমহলে আসছে। তবে প্রেক্ষাগৃহের মাধ্যমে নয়, ছোট পর্দার ধারাবাহিক নাটকের মাধ্যমে।

কলকাতার সান বাংলা চ্যানেলে পুরোনো সেই গল্প, নতুনভাবে দর্শকদের দেখাতে এটি নির্মাণ করা হচ্ছে।

সান বাংলার সাতটি নতুন ধারাবাহিকের মধ্যে একটি ‘বেদের মেয়ে জোসনা’। এতে প্রধান ভূমিকায় দেখা যাবে রবি শ এবং স্নেহা দাসকে। টেলিভিশিনের নিয়মিত দর্শকরা এতদিন ধরে রবিকে চেনেন রাধার ধারাবাহিকের কল্যাণে। সামনে হয়তো পরিচিত হবেন ‘বেদের মেয়ে জোসনা’ হিসেবে!

প্রথমবার সান বাংলা প্রত্যেকটা ধারাবাহিকের জন্য টলিউড সিনেমা থেকে একজন করে শুভেচ্ছাদূত  ঠিক করেছেন। তারই ধারাবাহিকতায় এই ধারাবাহিকের শুভেচ্ছাদূত হলেন শ্রাবন্তী।

আগামী ৩ ফেব্রুয়ারি থেকে সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ধারাবাহিকটি সান বাংলা চ্যানেলে প্রচার হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।