ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ঈদুল আযহায় মিরপুরে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স

মো. জহিরুল ইসলাম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
ঈদুল আযহায় মিরপুরে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্স সিনেপ্লেক্স ও সনি সিনেমা

মিরপুরবাসীদের জন্য সুখবর দিলো মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। প্রতিষ্ঠানটি তাদের তৃতীয় শাখা চালু করতে যাচ্ছে জনবহুল এই এলাকাটিতে। আসন্ন ঈদুল আযহায় মিরপুর ২ নম্বরে অবস্থিত সনি সিনেমা হলের জায়গায় চালু হবে স্টার সিনেপ্লেক্স।

বিষয়টি নিশ্চিত করে সনি সিনেমার কর্ণধার মোহম্মদ হোসেন বাংলানিউজকে বলেন, প্রায় ৩৩ বছর ধরে সনি সিনেমা সাফল্যের সঙ্গে ব্যবসা করেছে। এখনও প্রচুর দর্শক আমাদের এখানে সিনেমা দেখতে আসেন।

বছরখানেক আগে দর্শকের সুবিধার কথা চিন্তা করে সনি সিনেমাকে আধুনিক মাল্টিপ্লেক্সে রূপ দেওয়ার উদ্যোগ নিই। এরইমধ্যে আমি তিনটি হলের কাজও শুরু করি।

তিনি আরও জানান, কাজ শেষ করার আগেই স্টার সিনেপ্লেক্সে সঙ্গে হল নিয়ে আলোচনা হয়। তারা সনি স্কয়ারে (সনি সিনেমা হলের ভবন) নতুন শাখা চালু করার প্রস্তাব দেন। আমিও তাদের প্রস্তাবে রাজি হই। এখন সনি সিনেমা হলের জায়গাতেই আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে মাল্টিপ্লেক্সটির যাত্রা শুরু হবে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) স্টার সিনেপ্লেক্স ও সনি সিনেমার মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। বিকেল ৪টায় ঢাকার পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে স্টার সিনেপ্লেক্সের প্রধান শাখায় আয়োজিত এই অনুষ্ঠানে দু’পক্ষের মালিক পক্ষ উপস্থিত থাকবেন বলে জানা যায়।

এদিকে স্টার সিনেপ্লেক্স সূত্রে জানা যায়, এরই মধ্যে হল তৈরির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চুক্তি হওয়ার পর থেকে প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে। আগামী ঈদুলে আযহা থেকে দর্শক মাল্টিপ্লেক্সটিতে সিনেমা উপভোগ করতে পারবেন।

১৯৮৬ সালের ১৬ আগস্টে সনি সিনেমা হলের যাত্রা শুরু হয়। বর্তমানে হলটিতে বাপ্পি-মিম জুটির ‘দাগ হৃদয়ে’ সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।  

এদিকে পান্থপথের পর গত জানুয়ারি মাসে ধানমন্ডির সীমান্ত সম্ভার মার্কেটের তিনটি হল নিয়ে স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা চালু হয়। এর আগে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেশব্যাপী পর্যায়ক্রমে ১০০টি হল নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।