ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

একুশ নিয়ে প্রিয়াঙ্কা গোপের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
একুশ নিয়ে প্রিয়াঙ্কা গোপের গান প্রিয়াঙ্কা গোপ

অমর একুশে ফেব্রুয়ারি নিয়ে গান করলেন কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা গোপ। ‘আমায় যদি না পাও খুঁজে/খোঁজো একুশে/ আমায় যদি না পাও খুঁজে/খোঁজো একাত্তরে’-এমন কথার গানটি লিখেছেন সুজন হাজং।

যাদু রিছিলের সুরে 'বাংলা মা' শিরোনামের গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। গীতিকবি সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে।

একুশ ও একাত্তর’র চেতনা সমৃদ্ধ গানটি বাংলা ভাষাভাষী প্রতিটি মানুষের হৃদয় স্পর্শ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিল্পী প্রিয়াঙ্কা গোপ।

সুজন হাজং বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান ও বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ থেকেই আমার এই গানটি লেখা। যারা বায়ান্নে মায়ের ভাষার জন্য এবং একাত্তরে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছেন।

**'বাংলা মা' গান

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।