ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নয়: জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
যুদ্ধ সন্ত্রাসের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে নয়: জন জন আব্রাহাম

সোমরার (০৪ মার্চ) প্রকাশ পেয়েছে জন আব্রাহাম অভিনীত ‘রোমিও আকবর ওয়াল্টার’র ট্রেলার।

মুম্বাইয়ে এর প্রকাশনা উৎসবে পুলওয়ামায় সন্ত্রাসবাদী জঙ্গি হামলার প্রসঙ্গ টেনে জন বলেন, ধর্ম, মানুষ কিংবা দেশের বিরুদ্ধে নয়, যুদ্ধ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে।  

জন আরও বলেন, সন্ত্রাস আজ মানুষ আর মানবতার বাধা হয়ে দাঁড়িয়েছে।

যেটা আমাদের অবশ্যই কাম্য নয়। তাই সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বললে যথাযথ হবে না। তাদের বিরুদ্ধে যুদ্ধ করা উচিত। আমাদের সচেতন হতে হবে। আমি আমার সম্পর্কে সচেতন। জোর দিয়ে বলতে পারি, আমার দৃষ্টিভঙ্গি স্পষ্ট।

গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় হামলা চালায় জঙ্গিরা। সন্ত্রাসবাদী এই জঙ্গি হামলায় প্রায় অর্ধশত সিআরফিএফ সেনা জওয়ান মারা যান। আহত হন আরও ৩৯ জন জওয়ান। এ হামলার কারণে সব ধরনের সম্পর্কের অবসান ঘটান ভারত-পাকিস্তান।

এদিকে আগামী ৫ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে জন আব্রাহাম অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘রোমিও আকবর ওয়াল্টার’।

ভিডিও:

বাংলাদেশ: ২১৩৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।