ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

হাসপাতালে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৯
হাসপাতালে নাট্যনির্মাতা চয়নিকা চৌধুরী চয়নিকা চৌধুরী

শুটিং করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ছোট পর্দার নন্দিত নির্মাতা চয়নিকা চৌধুরী। মঙ্গলবার (০৫ মার্চ) সকালে তাকে রাজধানীর উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শিল্পী সংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর।

তিনি বলেন, চয়নিকা বৌদির ফুড পয়জনিং হয়েছে।

শুটিং করতে গিয়ে হঠাৎ ওনার প্রেশার কমে গেলে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে  চিকিৎসকের পরামর্শে ভর্তি করা হয়। তবে তিনি এখন অনেকটা ভালো আছেন। স্যালাইন দেওয়া হচ্ছে। বুধবার (৬ মার্চ) হাসপাতাল থেকে বাসায় ফিরবেন।

মঙ্গলবার সকালে উত্তরার 'আপন ঘর এক' শুটিং বাড়িতে চয়নিকা চৌধুরী ‘নীল রঙা মন’ নাটকের শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন। তখন সেখানে উপস্থিত ছিলেন নাটকটির শিল্পী ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রণীল, আইরিন আফরোজ ও লায়লা হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৯
জেএমআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।