ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কলকাতার চলচ্চিত্র উৎসবে ‘ইটার্নাল লাইফ, ১৯৪৬’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৯
কলকাতার চলচ্চিত্র উৎসবে ‘ইটার্নাল লাইফ, ১৯৪৬’ ‘ইটার্নাল লাইফ, ১৯৪৬’র একটি দৃশ্য

ভারতের কলকাতার ‘সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিচ্ছে আব্দুল্লাহ আল মারুফ নির্মিত বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইটার্নাল লাইফ, ১৯৪৬’।

উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট এবং চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থা রয়েল বেঙ্গল ফিল্মসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

১৪ দিনব্যাপী আয়োজিত এই উৎসবে এবার প্রদর্শিত হবে ২৭১টি চলচ্চিত্র।

এরমধ্যে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতা বিভাগে ৮৬টি চলচ্চিত্র অংশ নিয়েছে। ১৮ মার্চ শুরু হওয়া উৎসবটি চলবে ৩১ মার্চ পর্যন্ত।

এ প্রসঙ্গে চলচ্চিত্রটির প্রযোজক জাকির হোসেন রিয়াজ বলেন, ‘ইটার্নাল লাইফ, ১৯৪৬’ ফেব্রুয়ারির শেষের দিকে শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান অডিটোরিয়ামে প্রদর্শিত হয়। সাউথ এশিয়ান শর্টফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে পেরে আমি আনন্দিত।

‘ইটার্নাল লাইফ, ১৯৪৬’-এ অভিনয় করেছেন মো. সাইফুল্লাহ শান্ত, তাবাচ্ছুম ইতি, মজিদউল্লাহ খান, মো. আরসাদ শিকদার ও খান আতাউর রহমান। এর গল্প লিখেছেন কেএম মাহফুজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।