ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী ও আলমগীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
আজীবন সম্মাননা পাচ্ছেন কবরী ও আলমগীর সারাহ বেগম কবরী ও আলমগীর

দেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পঞ্চাশ বছরে পদার্পণ করতে যাচ্ছে। এ উপলক্ষে ৫ এপ্রিল রাজধানীর আগারগাঁওস্থ বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, ওইদিন সুবর্ণ জয়ন্তী উৎসবের পাশাপাশি বাচসাস পুরস্কার প্রদান করা হবে। এবারের ৩৯তম আসরে কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী এবং অভিনেতা আলমগীর পাবেন আজীবন সম্মাননা।

পাশাপাশি ৬ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রদান করা হবে অ্যামিরেটস অ্যাওয়ার্ড।

এছাড়া ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো থেকে দেওয়া হবে ঐতিহ্যবাহী বাচসাস চলচ্চিত্র পুরস্কার। এরই মধ্যে বাচসাস জুরি বোর্ড পুরস্কারের জন্য বাছাইকৃত চলচ্চিত্র দেখা সম্পন্ন করেছেন। এবার জুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রবীণ সাংবাদিক নরেশ ভূঁইয়া।

জানা যায়, বাচসাস পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশে সময়: ১৮৫৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।