ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দেবলীনার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম থেকে...

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
দেবলীনার রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম থেকে... দেবলীনা সুর

কণ্ঠশিল্পী দেবলীনা সুরের রবীন্দ্রসঙ্গীতের অডিও অ্যালবাম ‘কী হাওয়ায় মাতালো’র একটি গান ‘খেলাঘর’। বৈশাখে এটি গানচিত্রে প্রকাশ পাচ্ছে।

এই গানচিত্রের শুটিং হয়েছে- ভারতের বোলপুর, শান্তিনিকেতনের খোয়াই হাট, শালবন ও শাওতাল পল্লীতে। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘খেলাঘর বাঁধতে লেগেছি’ দেবলীনার গাওয়া এই গানটির সঙ্গীতায়োজন করেছেন ভারতের রণজয় ভট্টাচার্য্য।

গানচিত্রটি সম্পর্কে শিল্পী দেবলীনা সুর বলেন, আমার গাওয়া রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ‘কী হাওয়ায় মাতালো’ থেকে ‘মোর ভাবনারে কী হাওয়ায়” এর মিউজিক ভিডিও প্রকাশের পর শ্রোতা-দর্শকদের উৎসাহে অনুপ্রাণিত হয়েছি। তাই অ্যালবাম থেকে আরেকটি গানের ভিডিও করা। আশা করছি এই গানটিও সবার ভালো লাগবে।  

গানের ভিডিও নির্মাণ করেছেন সুমন সাহা। চিত্রগ্রহণ করেছেন অতনু সর ও অজিত মাইতি। বর্তমানে গানচিত্রের সম্পাদনার কাজ চলছে বলে দেবলীনা জানিয়েছেন।  

তারিখ চূড়ান্ত না হলেও ১লা বৈশাখের আগেই গান ভিডিওটি গানওয়ালার ইউটিউবে মুক্ত হবে।
এছাড়া ভারতের আকাশ৮ ছাড়াও দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেলে গান ভিডিওটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।