অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ
আবারও পুলিশ অ্যাকশন সিনেমা নির্মাণ করছেন রোহিত শেঠি। এতে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের প্রধান বীরের ভূমিকায় হাজির হবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তার বিপরীতে অভিনয় করবেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।
সিনেমাটিতে অক্ষয়ের নাম আগেই জানানো হলেও সোমবার (২২ এপ্রিল) ঘোষণা করা হয় ক্যাটরিনার নাম। ‘নমস্তে লন্ডন’, ‘সিং ইজ কিং’, ‘ওয়েলকাম’, ‘দে দানা দান’র পর বিরতি ভেঙ্গে আবারও পর্দায় হাজির হতে যাচ্ছেন এই হিট জুটি।
তবে রোহিতের পরিচালনায় ক্যাটরিনার এটাই প্রথম সিনেমা। ক্যাটরিনা, রোহিত ও করণের সঙ্গে তোলা একটি ছবি টুইটারে শেয়ার করে অক্ষয় লেখেন, ‘আমাদের পুলিশ বিশ্বে স্বাগত আপনাকে। ক্যাটরিনা কাইফ আমাদের ‘সূর্যবংশী’র নায়িকা। ’
রোহিত শেঠি, করণ জোহর ও অক্ষয় কুমারের যৌথ প্রযোজিত সিনেমা ‘সূর্যবংশী’ শুটিং ফ্লোরে গড়াচ্ছে মে মাসের শুরু থেকে। ২০২০ সালের ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৯
জেআইএম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।