ঢাকা, সোমবার, ৪ ফাল্গুন ১৪৩১, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭ শাবান ১৪৪৬

বিনোদন

সানসিল্ক ডিভাসের হাত ধরে অল-গার্ল প্রফেশনাল ব্যান্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৫ ঘণ্টা, মে ৭, ২০১৯
সানসিল্ক ডিভাসের হাত ধরে অল-গার্ল প্রফেশনাল ব্যান্ড অল-গার্ল প্রফেশনাল ব্যান্ড

ঢাকা: শেষ হলো রিয়্যালিটি শো ‘সানসিল্ক ডিভাস’। ফাইনালিস্ট সাতজন প্রতিযোগীর মধ্যে থেকে বিচারকদের নম্বরে উঠে এসেছে চার বিজয়ী অন্তরা রহমান, মুস্তারিন আহমেদ শীতল, সুনন্দা শারমিন ও ফেরদৌসি মৌমিতা। এদের নিয়েই তৈরি হচ্ছে দেশের প্রথম অল-গার্ল প্রফেশনাল মিউজিক ব্যান্ড।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ ব্যান্ড সনি ডিএডিসি’র সঙ্গে দু’টি অ্যালবামের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, যা প্রচারিত হবে আন্তর্জাতিকভাবে। তারা বলিউড সিনেমার একটি গানও গাইবেন।

প্রাইজ মানির পাশাপাশি বিজয়ীদের হাতে হোন্ডার পক্ষ থেকে নিউ ডিও স্কুটার এবং প্রথম ২০জনের জন্য নকিয়া হ্যান্ডসেট তুলে দেওয়া হয়।  

ফাইনাল অনুষ্ঠানের শেষ অংশে বিজয়ী চারজন জনপ্রিয় ব্যান্ড আর্টসেলের সঙ্গে পারফর্ম করে।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার, সনি ডিএডিসি’র ডিরেক্টর এবং হেড অব ইন্ডিয়া জোজি ম্যামেন, হোন্ডা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আশেকুর রহমান ও ক্রেইন্সের ম্যানেজিং ডিরেক্টর রাবেত খান।  
পুরো অনুষ্ঠানটি ছিলো একটি মিউজিক, লাইট, লেজার এবং অ্যানিমেশনের চমৎকার প্রদর্শনী। চারজন বিচারকের পাশাপাশি, জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা অনুষ্ঠানে পারফর্ম করেন। পুরো প্রোগ্রাম উপভোগ করতে আসেন দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা।

বাংলাদেশ সময়: ০৮২৭ ঘণ্টা, মে ৭, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।