ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসামের ভাষা শহীদ স্মরণে গান করবে ‘সর্বনাম’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, মে ২০, ২০১৯
আসামের ভাষা শহীদ স্মরণে গান করবে ‘সর্বনাম’ সর্বনাম দলের সদস্যরা

১৯৬১ সালের ১৯মে ভারতের আসাম রাজ্যের দ্বিতীয় ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতির দাবিতে আন্দোলন করেন অসংখ্য তরুণ-তরুণী। বরাক উপত্যকার শিলচর রেলস্টেশনে সেদিন পুলিশের গুলিতে প্রাণ হারান ১১জন ভাষা সৈনিক। সবারই বয়স ছিল ২৫ বছরের নিচে।

এরপর প্রতি বছর ১৯মে গোটা বরাক উপত্যকায় ভাষা শহীদ দিবস পালিত হয়ে আসছে।

এবার সেই স্বর্ণোজ্জ্বল ইতিহাসের ৫৮ বছর পূর্তি হলো।

আর এই উপলক্ষে প্রতি বছরের মতো এবারও ‘ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতি’ আয়োজন করেছে তিন দিনব্যাপী উৎসব। এ আয়োজনের শেষ দিন সোমবার (২০ মে) রাত ৯টায় শহীদ স্মরণে গান করবে বাংলাদেশের লোক গানের প্রশংসিত দল সর্বনাম।  

আয়োজনে অংশ নিতে এরই মধ্যে গানের দলটি আসাম পৌঁছেছে। ‘সর্বনাম’র ভোকাল হাসনাত রিপন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, তিন দিনব্যাপী উৎসবে শুরু হয়েছে শনিবার (১৮মে)। আজ শেষ দিন আমরা পারফর্ম করতে যাচ্ছি। আসামের ভাষা শহীদ স্মরণে মোট ১৭টি গান পরিবেশন করবো। এটিই আমাদের দলের প্রথম বিদেশ যাত্রা।

২০১২ সালের পহেলা বৈশাখ (বাংলা সাল ১৪১৯) সর্বনামের যাত্রা শুরু হয়। এটি ঢাকার শহরে বেড়ে ওঠা একটি গানের দল। মূলত লোক গানের চর্চা করলেও সব ধরনের গানই তারা করে থাকে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মে ২০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।