ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানিয়ে আসিফের গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, মে ২২, ২০১৯
বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানিয়ে আসিফের গান আসিফ আকবর, পূজা ও ঐশ্বর্য্য

২০০৪ সালে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে ‘সাবাস বাংলাদেশ’ শিরোনামের একটি গান করেছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তখন গানটি ব্যাপক সাড়া ফেলে। ২০১৯ সালের বিশ্বকাপে টাইগারদের শুভকামনা জানিয়ে আবারও নতুন গান বাঁধলেন তিনি।

‘প্রাণে প্রাণে আওয়াজ তোল’ শিরোনামের গানটিতে আসিফের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সঙ্গীতশিল্পী পূজা ও ঐশ্বর্য্য। স্নেহাশীষ ঘোষের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি।

সম্প্রতি গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে, নির্দেশনা দিয়েছেন মাহমুদ মাহিন।

এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘প্রায় ১৫ বছর পর জাতীয় ক্রিকেট দলকে নিয়ে নতুন গান করলাম আবার। মানুষের মধ্যে ক্রিকেটীয় উন্মাদনা আনার জন্য যা যা প্রয়োজন তা এই গানের কথা, সুর ও সঙ্গীতায়োজনে আছে। গানটি প্রকাশের পর তা সবার ভালো লাগবে বলেই বিশ্বাস আমার। ’

আসিফের মতো গানটি নিয়ে আশাবাদী বাকি দুই কণ্ঠশিল্পী পূজা ও ঐশ্বর্য্য।

২৫ মে গানটি প্রকাশিত হবে চিয়ার আপের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মে ২১, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।