ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

বিনোদন

ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধছেন নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
ভিকি কৌশলের সঙ্গে জুটি বাঁধছেন নোরা ফাতেহি নোরা ফাতেহি ও ভিকি কৌশল

অসাধারণ নাচের দক্ষতার জন্য খ্যাতি পেয়েছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। ‘দিলবার’ গানের সঙ্গে নেচে নিজের জাত চিনিয়েছেন তিনি।

প্রথমবারের মতো নোরা ফাতেহি জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন ‘উরি’খ্যাত অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। সম্প্রতি একটি মিউজিক ভিডিওতে কাজ করার জন্য তারা চুক্তিবদ্ধ হয়েছেন।

 

এ প্রসঙ্গে নোরা বলেন, 'আগে আমি যত কাজ করেছি এর চেয়ে এই গানটি একেবারে ভিন্ন। এটা নাচের উপর নয়, এটা পারফর্মেন্স নির্ভর গান-যেখানে বিবাহিত দম্পতির ভেতর কোন কোন বিষয়গুলো ঘটে তা দেখানো হবে। এই গানে আমি নাচ করছি না। ’

মিউজিক ভিডিওটি নির্দেশনা দেবেন অরবিন্দর খাইরা। খুব শিগগিরই ভারতের শিমলায় এর শুটিং হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।