পুলক ও আবুল হায়াত
প্রতি বছর জুনের তৃতীয় রোববার বিশ্ব বাবা দিবস। দিনটিতে পৃথিবীর সকল বাবাকে বিশেষভাবে স্মরণ ও সম্মান জানানো হয়। এই কাজটিই গানে গানে করলেন সঙ্গীতশিল্পী পুলক অধিকারী। হ্যাঁ, এবারের বাবা দিবস উপলক্ষে ‘বাবা’ শিরোনামের একটি গান প্রকাশ পেতে যাচ্ছে ক্লোজআপ তারকা পুলক অধিকারীর কণ্ঠে।
গানটির কথা লিখেছেন জামাল হোসেন। সুর-সঙ্গীতায়োজনে মুহিন খান।
পুলকের কণ্ঠের এই গানটির নির্মিত হয়েছে গল্পনির্ভর ভিডিও। এতে বাবার চরিত্রে অভিনয় করেছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। আর সন্তানের চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। ভিডিও নির্মাণ করেছেন মুসাফির সৈয়দ।
এই গান প্রসঙ্গে পুলক বাংলানিউজকে বলেন, ভালো লাগছে বাবা নিয়ে এমন একটি গান করতে পেরে। বাবা-মা শব্দ দুটোর মধ্যে শ্রদ্ধা-মায়া-আবেগ-মমতার দারুণ একটি মিশ্রণ রয়েছে। এককথায় শব্দ দুটো অনেক স্পর্শকাতর। তাই বলবো, শুধু বাবা দিবসে নয়- সব সময় যেনো বাবাদের প্রতি পৃথিবীর সকল সন্তানদের সমান সম্মান ও শ্রদ্ধা থাকে।
রোববার (১৬ জুন) বাবা দিবসে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে পুলককণ্ঠের ‘বাবা’ শিরোনামের গান ভিডিওটি।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
ওএফবি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।