ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জন্মদিনে নিজ দেশে ফিরছেন ঋষি কাপুর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
জন্মদিনে নিজ দেশে ফিরছেন ঋষি কাপুর ঋষি কাপুর

প্রায় এক বছর ধরে যুক্তরাষ্ট্রে ক্যান্সারের চিকিৎসা নিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। বর্তমানে তিনি প্রায় সুস্থ হয়ে উঠেছেন। গত ১ মে কিংবদন্তি এই অভিনেতা ক্যান্সারমুক্ত বলে ঘোষণা দেন তার বন্ধু নির্মাতা রাহুল রাওয়ালি। পাশাপাশি আগস্টে ভারত ফেরার ইচ্ছা প্রকাশ করেন ‘দিওয়ানা’খ্যাত এই অভিনেতা।

এদিকে চলতি বছরের ৪ সেপ্টেম্বর ঋষি কাপুরের ৬৭ তম জন্মদিনের সময় যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরছেন তিনি।

ঋষি কাপুর বলেন, ‘আমি চেষ্টা করছি আগস্টের শেষের দিকে দেশে ফেরার।

তবে এটা এখন নির্ভর করছে চিকিৎসক ও হাসপাতালের সিদ্ধান্তের উপর। আমি এখন সুস্থ হয়েছি এবং ভালো অনুভব করছি। ফিরে যাওয়ার জন্য আমাকে শতভাগ সুস্থ থাকতে হবে। ’ 

অসুস্থ হওয়ার আগে ঋষি কাপুর অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘রাজমা চাওয়াল’। তবে অভিনয় থেকে দীর্ঘ বিরতির কারণে তিনি এখন অস্বস্তি অনুভব করছেন। তাই নিজ দেশে ফিরে আবারও ক্যারিয়ারে মনোযোগী হতে চান ৬৬ বছর বয়সী এই অভিনেতা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জুন ১৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।