ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চট্টগ্রামে ‘আলফা’র প্রদর্শনী শুক্র-শনিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুন ২৮, ২০১৯
চট্টগ্রামে ‘আলফা’র প্রদর্শনী শুক্র-শনিবার

বরেণ্য পরিচালক নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত সিনেমা ‘আলফা’ প্রদর্শিত হবে চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউটে।

ইনডিপেনডেন্ট রিসার্স সেন্টার ফর ফিল্ম অ্যান্ড ভিসুয়াল কালচার আগামী শুক্র ও শনিবার (২৮ ও ২৯ জুন) এ প্রদর্শনীর আয়োজন করেছে।

প্রদর্শনীর সময় শুক্রবার বেলা ১১টা, বিকেল ৫টা ও সন্ধ্যে ৭টা এবং শনিবার বেলা ১১টা, বিকেল ৩টা, বিকেল ৫টা এবং সন্ধ্যে ৭টা।

টিকিট আয়োজনস্থলেই পাওয়া যাবে।   

‘আলফা’ নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। এর আগে তিনি ‘একাত্তরের যীশু’ এবং ‘গেরিলা’ নামের মুক্তিযুদ্ধভিত্তিক দু’টি চলচ্চিত্র নির্মাণ করেন।  

ইতোমধ্যে ‘আলফা’ আসন্ন সার্ক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে।  

তৃতীয় বিশ্বের একজন নাগরিককে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনী। যান্ত্রিক শহরের বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়া এবং অন্তর্দ্বন্দ্বে বেঁচে থাকা এক চিত্রশিল্পীর জীবন-ই আলফার মূল উপজীব্য।

আলফা’র মূল চরিত্রে অভিনয় করেছেন চট্টগ্রামের অভিনয়শিল্পী আলমগীর কবির। আরও আভিনয় করেছেন দোয়েল ম্যাশ, এটিএম শামসুজ্জামান, হীরা চৌধুরী, ইশরাত নিশাত প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।