ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিহারে ‘সুপার ৩০’ করমুক্ত ঘোষণা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
বিহারে ‘সুপার ৩০’ করমুক্ত ঘোষণা

প্রখ্যাত গণিতবিদ আনন্দ কুমার ভারতের বিহার রাজ্যের গর্ব। তার জীবন ও কৃতিত্ব নিয়ে নির্মিত সিনেমা ‘সুপার ৩০’ বিশ্বজুড়ে অগণিত মানুষকে অনুপ্রাণিত করছে। এই গৌরবের অংশীদার হলো বিহারের রাজ্য সরকারও। সিনেমাটিকে বিহার রাজ্যে করমুক্ত ঘোষণা করা হয়েছে। 

এ নিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত আনন্দ কুমার। একটি টুইট বার্তায় তিনি মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন।

তিনি মনে করেন, এর ফলে আরও অনেক বেশি মানুষ এই সিনেমা দেখতে পারবেন।  

বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক অতুল মোহন তার টুইটারে লিখেছেন, ঋত্বিক অভিনীত ‘সুপার ৩০’ প্রতিদিনই নতুন নতুন মাইলফলক স্পর্শ করে যাচ্ছে। এটা অত্যন্ত গৌরবজনক মুহূর্ত। বিহারের মুখ্যমন্ত্রী নিতিশ কুমার এবং উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদি এই সিনেমাকে করমুক্ত ঘোষণা করেছেন।  

শুক্রবার (১২ জুলাই) মুক্তিপ্রাপ্ত সিনেমাটি প্রথম ৩ দিনেই ৫০ কোটি রুপির বেশি উপার্জন করেছে।

এই সিনেমায় গণিতজ্ঞ আনন্দ কুমারের ‘সুপার ৩০’ প্রকল্পের দৃশ্যায়ন করা হয়েছে। এই প্রকল্পের অধীনে তিনি সুবিধাবঞ্চিত মেধাবী ছেলে-মেয়েদের বিশেষ যত্নে কোচিং করাতেন। তার লক্ষ্য ছিল এদেরকে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজিতে ভর্তি করা।
বিকাশ বেহেল পরিচালিত সিনেমাটিতে ঋত্বিকের পাশাপাশি আরও অভিনয় করেছেন মৃণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠী, বীরেন্দ্র সাক্সেনা, অমিত সাধ, নন্দীশ সিং প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
এমকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।