ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

চন্দ্রজয়ের সাফল্যকে ‘বাহুবলী’র সঙ্গে তুলনা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৯
চন্দ্রজয়ের সাফল্যকে ‘বাহুবলী’র সঙ্গে তুলনা

চাঁদে ভারতের মিশন ‘চন্দ্রযান-২’র সফল উৎক্ষেপণের গৌরবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে (ইসরো) অভিনন্দন জানিয়েছেন বলিউড ও দক্ষিণী সিনেমার নামজাদা তারকারা। তবে ব্যতিক্রমী অভিনন্দন জানিয়ে আলোচনায় এসেছে আসাম পুলিশের একটি বার্তা। একটি শুভেচ্ছা বার্তায় ইসরো’কে ‘বাহুবলী’র সঙ্গে তুলনা করে ছবি টুইটারে পোস্ট করেছেন তারা।

সোমবার (২২ জুলাই) ইসরো পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে অভিযানের উদ্দেশ্যে ‘চন্দ্রযান-২’র সফল উৎক্ষেপণ করেছে। গোটা ভারতবর্ষের সঙ্গে একাত্ম হয়ে ইসরো’র সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনয় জগতের তারকারাও।

শাহরুখ খান, অক্ষয় কুমার, প্রভাস, করণ জোহর প্রমুখ তারকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনুভূতি জানিয়েছেন। এছাড়াও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যা বালান, বিবেক আনন্দ ওবেরয়, তাপসী পান্নু, রঙ্গনাথান মাধবন, একতা কাপুর, মধুর ভান্ডারকার প্রমুখ।

অক্ষয় কুমারের ‘মিশন মঙ্গল’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ আগস্ট। ইসরো’র মঙ্গল অভিযানের কাহিনী অবলম্বনে নির্মিত এই সিনেমা। তাই ‘মিশন মঙ্গল’ টিম সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়েছে চন্দ্রযান-২’র সাফল্যে।  

অক্ষয় কুমার তার টুইট বার্তায় লিখেছেন, ‘ইসরো আবারও একটি বিশাল কৃতিত্ব অর্জন করলো। অগণিত দিন ব্যয় করে যারা ‘চন্দ্রযান-২’র সাফল্য এনে দিলেন তাদেরকে স্যালুট জানাই। ’

অভিনেত্রী রাবিনা ট্যান্ডন লিখেছেন, ‘চাঁদের সাথে আমাদের রোমান্স চলছেই। আমাদেরকে এই ঐতিহাসিক মুহূর্ত উপহার দেওয়ার জন্য ইসরো দলকে অভিনন্দন। আপনারাই বাহুবলী। ’

ইসরো’র সাফল্যকে বাহুবলীর সাথে তুলনা করেছে আসামের পুলিশও। তারা চন্দ্রযান-২’র সাফল্যের বিশালতা বোঝাতে ‘বাহুবলী’ সিনেমার একটি পোস্টার সম্পাদনা করে একটি ছবি তৈরি করেছেন। টুইটারে প্রকাশিত ছবিটিতে দেখা যায়, বাহুবলী প্রভাস তার সুপ্রশস্ত কাঁধে পুরো চাঁদটাকে উঁচু করে তুলেছেন। বোঝা যাচ্ছে, ইসরো’র এই সাফল্যকে ভারতীয়রা এভাবেই দেখছেন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৯
এমকেআর/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।