ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

থিয়েটার আর্ট ইউনিট’র ৩৫তম প্রযোজনা ‘আইনস্টাইন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৯
থিয়েটার আর্ট ইউনিট’র ৩৫তম প্রযোজনা ‘আইনস্টাইন’ আইনস্টাইন

নাটকের মঞ্চে আইনস্টাইন’কে (১৮৯৭-১৯৫৫) নিয়ে হাজির হচ্ছে অকাল প্রয়াত এস এম সোলায়মান’র গড়া দেশের অন্যতম প্রধান নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট।

সম্প্রতি দলীয় সিদ্ধান্তে দল প্রধান রোকেয়া রফিক বেবী তাদের ৩৫তম প্রযোজনা হিসেবে ‘আইনস্টাইন’ পান্ডুলিপিটি নির্বাচন করেন। এটি রচনা করেছেন মোকাদ্দেম মোরশেদ।

শিগগিরই প্রযোজনার কাজটি শুরু হবে বলে থিয়েটার আর্ট ইউনিট’র পক্ষ থেকে জানানো হয়েছে।

আইনস্টাইন এক বিশ্বচরিত্রের নাম। আলোক তড়িৎ ক্রিয়া, আপেক্ষিক তত্ত্বের স্রষ্টা তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার আবিষ্কৃত সূত্রের ব্যবহারিক প্রয়োগ ঘটে পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে। এতে কী তার সায় ছিল? মৃত্যুর আগ পর্যন্ত আত্মপীড়নে থেকেছেন তিনি। হিটলার, কমিউনিস্ট আখ্যা দিয়ে দেশ ছাড়া করেছিলেন তাকে।

আইনস্টাইনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল- মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, ফ্রয়েড,বার্ট্রান্ড রাসেল, রুজভেল্ট’সহ আরও অনেকের। একটি বিবাদহীন, যুদ্ধহীন এবং অখণ্ডিত বিশ্বই ছিল তার কাম্য।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।