ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ময়মনসিংহে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
ময়মনসিংহে আন্তর্জাতিক তারুণ্যের চলচ্চিত্র উৎসব শুরু উদ্বোধনী অনুষ্ঠান/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: বিশ্ব চলচ্চিত্রের তরুণ নির্মাতাদের নিয়ে ময়মনসিংহে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ’ (জিওয়াইএফএফবি-১৯)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।  

এসময় উপস্থিত ছিলেন উৎসব প্রযোজক ও সিনেমা বাংলাদেশের সভাপতি হেমন্ত সাদিক, সাধারণ সম্পাদক জিসান মাহাদি, উৎসব সমন্বয়ক আসমা আক্তার লিজা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, নাট্যকার আবুল মনুসুর প্রমুখ।

‘লেটস সিনেমা’ স্লোগান নিয়ে চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’র আয়োজনে এ উৎসবে ৩৫টি দেশের তরুণ নির্মাতাদের মোট ৭৪টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। এখান থেকে আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) সমাপনী দিনে বিচারকের রায়ে সেরা আটটি চলচ্চিত্রকে পুরস্কৃত করা হবে।

রামেন্দু মজুমদার বলেন, এ উৎসবের মাধ্যমে বিদেশি তরুণ নিমার্তাদের অনেক সিনেমাই দেখতে পাবো। যার বেশীর ভাগই বিকল্প ধারার। এ ধরণের চলচ্চিত্র উৎসব বিকল্প ধারার সিনেমা তৈরিতে আমাদের দেশের তরুণদের আরও উদ্বুদ্ধ করবে। পরে একসময় বিকল্প ধারার সিনেমাই মূল ধারাতে পরিণত হবে। তাই এসব সিনেমা প্রদর্শনের সুযোগ সৃষ্টি করা।

উৎসব প্রযোজক হেমন্ত সাদিক জানান, উৎসবের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, ৭২তম কান চলচ্চিত্র উৎসবে বিচারকের দায়িত্ব পালন করা ফিপরেসকি (ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্মক্রিটিকস) সদস্য সাদিয়া খালিদ রীতি এবং আলোচিত ইরানি নির্মাতা মোর্তেজা ফার্শবাফ।

তিনি আরও জানান, এবার বাংলাদেশি তরুণদের শতাধিক চলচ্চিত্র জমা পড়েছে ‘হীরালাল সেন শ্রেষ্ঠ বাংলাদেশি চলচ্চিত্র’ বিভাগে। এ বিভাগের বিচারক হিসেবে আছেন নির্মাতা নূরুল আলম আতিক, নির্মাতা ও চলচ্চিত্র শিক্ষক জাহিদুর রহমান অঞ্জন এবং খ্যাতনামা স্থপতি-নির্মাতা এনামুল করিম নির্ঝর।

এছাড়া উৎসবের অংশ হিসেবে দেশ-বিদেশের ৫০জন নির্মাতার অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি চলচ্চিত্র নির্মাণ কর্মশালা। যাতে নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব, প্রসূন রহমান, জসীম আহমেদ, কথা শিল্পী সাদাত হোসাইন প্রমুখ প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
একে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।