ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’, বিচারক সুস্মিতা সেন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
প্রথমবার ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’, বিচারক সুস্মিতা সেন সুস্মিতা সেন

আসছে ডিসেম্বরে কোরিয়ায় হতে যাচ্ছে ‘মিস ইউনিভার্স’র ৬৮তম আসর। এই আসরে প্রথমবার অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র চূড়ান্ত পর্ব। এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন সাবেক মিস ইউনিভার্স-বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। 

যৌথভাবে এই আয়োজন করছে রিজ ইভেন্সট, অফি ট্র্যাক ও ট্রিলজি। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আয়োজকরা।

 

‘মিস ইউনিভার্স বাংলাদেশ’র গ্র্যান্ড ফিনালেতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন সুস্মিতা। এই আয়োজনে অন্যান্য বিচারক হলেন বিপাশা হায়াত, রুবাবা দৌলা, মাহিন খান ও তুতলী রহমান।

সংবাদ সম্মেলনে আয়োজকরাআয়োজকরা আরও জানান, এই প্রতিযোগিতায় ১৮ থেকে ২৮ বছরের অবিবাহিত নারীরা অংশ নিতে পারবেন। এর নিবন্ধন চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে অডিশন পর্ব। আর এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য www.missuniverse.com.bd সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। এছাড়া নিবন্ধন প্রক্রিয়া ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে www.facebook.com/MUBangladesh -এ।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।