ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তেলেগু কমেডিয়ান বেণু মাধব লাইফ সাপোর্টে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
তেলেগু কমেডিয়ান বেণু মাধব লাইফ সাপোর্টে

তেলেগু সিনেমার জনপ্রিয় কমেডিয়ান বেণু মাধবের শারীরিক অবস্থা সংকটাপন্ন। লিভারজনিত অসুস্থতার কারণে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ৩৯ বছর বয়সী এই অভিনেতাকে সেকান্দারাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

জানা যায়, গত দুই সপ্তাহ ধরে বেণু হাসপাতালে ভর্তি ছিলেন। মাত্র গত রোববারেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

ডাক্তারের শেষ পরামর্শ ছিল, দ্রুতই তার লিভার ট্রান্সপ্লান্টেশন করতে হবে।  

কিন্তু এরই মধ্যে বেণুর শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুতই আবার হাসপাতালে ভর্তি করা হয়।  

সবশেষ খবর অনুযায়ী, বেণুকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

অনেক বছর আগে থেকেই বেণু মাধব লিভার ও কিডনীজনিত সমস্যায় ভুগছিলেন। এর ফলে তিনি অনেক সিনেমাতেই কাজ করতে পারেননি।  

বেণু মাধব এখন পর্যন্ত ১৭০টিরও বেশি তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া তিনি অনেক তামিল সিনেমাতেও অভিনয় করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।