ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আসছে ‘বচ্চন’, যাচ্ছে ‘পলকে পলকে তোমাকে চাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৯
আসছে ‘বচ্চন’, যাচ্ছে ‘পলকে পলকে তোমাকে চাই’

প্রায় পাঁচ বছর পর বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে কলকাতার বাংলা সিনেমা ‘বচ্চন’। আগামী ১১ অক্টোবর জিৎ-ঐন্দ্রিতার জুটির সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সাফটা চুক্তির মাধ্যমে এ সিনেমাটির পরিবর্তে পশ্চিমবঙ্গে যাচ্ছে বাপ্পি-মাহি অভিনীত ‘পলকে পলকে তোমাকে চাই’।

বুধবার (০২ অক্টোবর) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ‘বচ্চন’ সিনেমাটির আমদানিকারক প্রতিষ্ঠান ইন উইন এন্টারপ্রাইজ ও মধুমিতা প্রেক্ষাগৃহের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।

তিনি বলেন, ‘‘প্রায় তিন মাস আগে ‘বচ্চন’ সিনেমাটি আমরা মুক্তির জন্য অনুমতি পাই।

ইচ্ছে ছিল নভেম্বরে মুক্তি দেওয়ার। কিন্তু ১১ অক্টোবর কোনো নতুন সিনেমা মুক্তির অপেক্ষায় নেই, তাই এ তারিখে ‘বচ্চন’ মুক্তি দিচ্ছি। ’’

পাঁচ বছর পুরনো কলকাতার সিনেমার চাহিদা এখন কি আছে?-এমন প্রশ্নের উত্তরে নওশাদ বলেন, ‘‘দেশি নতুন কোনো সিনেমা নেই, আবার প্রেক্ষাগৃহ চালু রাখারও একটা বিষয় আছে। সবদিক বিবেচনা করে আমার মনে হচ্ছে ‘বাচ্চন’ দর্শক দেখবে। আশা করছি দেশের ১৫-২০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দিতে পারবো। ’’

রাজা চন্দ পরিচালিত ‘বচ্চন’ ২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর কলকাতায় মুক্তি পায়। এতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা জিৎ, ঐন্দ্রিতা রায়, পায়েল সরকার, মুকুল দেব, আশীষ বিদ্যার্থী, খরাজ মুখার্জি , কাঞ্চনসহ অনেকে।

গ্রাসরুট এন্টারটেইনমেন্ট ও রিলায়্যান্স এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘বচ্চন’ কর্ণাটকের ব্লকবাস্টার ‘ওনলি বিষ্ণুবর্ধন’য়ের অফিসিয়াল বাংলা রিমেক।  

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৯
জেএইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।