ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাইফ-কারিনার বিয়ের সময় সারার লেহেঙ্গা বানাতে দেন অমৃতা!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৯
সাইফ-কারিনার বিয়ের সময় সারার লেহেঙ্গা বানাতে দেন অমৃতা!

বলিউড অভিনেত্রী সারা আলী খান এবং তার ভাই ইব্রাহিম আলী খানকে সম্প্রতি একটি ম্যাগাজিনের প্রচ্ছদে দেখা গেছে। আকর্ষণীয় পোশাক ও স্টাইলিশ লুকে উপস্থিত হয়ে দু’জনই নজর কেড়েছেন সবার।

ম্যাগাজিনটিকে দেওয়া সাক্ষাৎকারে সারা চমৎকার কিছু তথ্য দিয়েছেন। তার বাবা সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ের সময় তার মা অমৃতা সিংয়ের (সাইফের প্রথম স্ত্রী) প্রতিক্রিয়া কেমন ছিল, তা জানিয়েছেন তিনি।

সারা আলী খান বলেন, “যখন আমার বাবা করিনাকে বিয়ে করছেন শুনলাম, আমার মনে আছে, তখন আমি মায়ের সঙ্গে লকারে গিয়ে গহনা বের করি। তারপর মাকে জিজ্ঞেস করলাম আমি কোন ঝুমকা পরবো?’’

“মা তখন ফ্যাশন ডিজাইনার আবু ও সন্দ্বীপকে কল করে বললেন, সাইফ বিয়ে করছে। তোমরা সারার জন্য লেহেঙ্গা তৈরি কর। আমি চাই সারার লেহেঙ্গাটা অনেক সুন্দর হোক। ”-যোগ করেন ‘কেদারনাথ’খ্যাত অভিনেত্রী।

সারা আরও জানান, কারিনার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব। তাছাড়া বেবোর ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমার ‘পু’ চরিত্রটির ভক্ত তিনি।

সাইফ আলী খানের সঙ্গে অমৃতা সিং

সম্প্রতি অন্য আরেকটি সাক্ষাৎকারে কারিনাকে নিয়ে সারা বলেন, ‘আমি কারিনাকে বন্ধু মনে করি। কিন্তু এর চেয়ে বড় কথা তিনি আমার বাবার স্ত্রী। তাই আমি তাকে অনেক সম্মান করি এবং অনুভব করি তিনি আমার বাবাকে ভালো রেখেছেন। তাছাড়া আমরা একই জগতের একই পেশার মানুষ। ’

১৯৯১ সালের অমৃতার সঙ্গে গাঁটছড়া বাঁধেন সাইফ। তাদের সংসার ছিল ১৩ বছরের। এরপর ২০১২ সালের কারিনার সঙ্গে আবারও ঘর বাঁধেন ‘রেস’খ্যাত অভিনেতা।

বাবার বিয়েতে লেহেঙ্গা পরে সারা আলী খান

সারা বর্তমানে ‘কুলি নাম্বার ওয়ান’ সিনেমার রিমেকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এতে তার বিপরীতে রয়েছেন বরুণ ধাওয়ান। মূল সিনেমায় গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনয় করেছিলেন। এছাড়াও সারাকে ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত সাইফ-দীপিকার ‘লাভ আজকাল’ সিনেমার সিক্যুয়েলেও দেখা যাবে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।