ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘দাবাং থ্রি’র গল্প আমি লিখেছি: সালমান খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
‘দাবাং থ্রি’র গল্প আমি লিখেছি: সালমান খান

সাত বছর পর মুক্তি পেতে যাচ্ছে ‘দাবাং’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিনেমা। আবারও চুলবুল পাণ্ডে রূপে সালমান খানকে দেখার অপেক্ষায় রয়েছেন দর্শক-ভক্তরা। সিনেমাটি নিয়ে ‘ভাইজান’ও বেশ উচ্ছ্বসিত। তাই এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।

বুধবার (২৪ অক্টোবর) ‘দাবাং থ্রি’র ট্রেলার প্রকাশ পেয়েছে। আর এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সালমান খান জানান, সিনেমাটির গল্প তিনি নিজেই লিখেছেন।

সালমান খান বলেন, ‘দাবাং থ্রি’ মুক্তি পাচ্ছে, সেজন্য আমি খুব উচ্ছ্বসিত। দর্শক সিনেমাটি কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি। আমরা অনেক পরিশ্রম করেছি। ‘টাইগার জিন্দা হ্যায়’র চেয়েও বেশি কঠোর পরিশ্রম এতে করতে হয়েছে। ’

অনুষ্ঠানটিতে বড় ধরনের একটি খবর দিয়েছেন সাল্লু। তিনি বলেন, ‘সিনেমাটি আমি লিখেছি’। এরপর হাঁসতে হাঁসতে বলেন, ‘সুতরাং এই সিনেমাটি সমালোচকদের জন্য’।

প্রভুদেবার সঙ্গে ‘ওয়ান্টেড’র পর এই সিনেমায় দ্বিতীয়বারের মতো কাজ করেছেন সালমান। হিন্দি ভাষা ছাড়াও তামিল, তেলেগু ও কন্নড়তে ‘দাবাং থ্রি’ একই দিনে মুক্তি পাবে।

বলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির একটি ‘দাবাং’। ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খান ও সোনাক্ষী সিনহা অভিনীত এর প্রথম কিস্তি। দ্বিতীয় কিস্তি আসে ২০১২ সালে। তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। এতেও সালমান খানের সঙ্গী সোনাক্ষী সিনহা। আরও রয়েছেন- সুদীপ, সাই মাঞ্জরেকর ও আরবাজ খানসহ অনেকে।

**‘দাবাং থ্রি’র ট্রেলার

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।